অবরুদ্ধ হাসি

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ , মার্চ ১৮, ২০২৪

যাদের তুমি দেখছো ফুলের সুগন্ধে
তাদের জানাও বিনয়ী সম্ভাষণ
ভেবেছো তারা মানুষ! রাত্রি নিঝুম
নয়, দিবা আলোয় এরা অমানুষের
শৈল্পিক হাসি।
আমি এদের চিনি, নানা রূপ বৈচিত্রে
এখনো হাঁটি সেইসব শকুনদের যাঁতাকলে
এরা কতোবার ছুরি চালিয়েছে
আমার কোমল সততায়, এঁকেছে কালিমা;
হেসেছি নিভৃতে ওদের শুভকামনায়,
বাধ্য হয়েই হার মানতে হয়।

Loading