২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের প্রতি “ডাক দিয়ে যাই” চট্টগ্রাম অঞ্চলের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২২, ২০২৪

বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন “ডাক দিয়ে যাই” চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারন সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের আয়োজনে ২১ শে ফ্রেবুয়ারী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতান, কেন্দ্রীয় সদস্য কপিল,সোহেল,জসিম মঞ্জু, রেজাউল,অঞ্চল সদস্য

শাকিল,জয়নাল,সাদিয়া,রসিদ,রাসেদ,অহনা,ফয়সাল,শারমিন,তাহমিনা,আফরোজা,কাজল,উর্মি,মেরাজ,ইমরান,সিহাব,কাঞ্চন,মরিয়ম,তামান্না,ইয়াছিন,হাবিব,হামিদা,সেনারি,রাজিয়া,জাহাঙ্গির,উৎপল,সামিয়া,ফারুক,আরমান,রবিন,সিহাব,ইকবাল,রাকিব,মিজান,তিশান,আফরান, প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা টিপু সুলতান বলেন “ডাক দিয়ে যাই” সংগঠন ১৯৯৭ সাল থেকে চট্টগ্রাম থেকে শুরু করে সকল জাতীয় দিবস আজ প্রায় সারা বাংলাদেশে পালন করে থাকে। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান সংগঠনের সভাপতি।

Loading