তুই মুই – প্রিদর্শী চাকমা

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ , আগস্ট ২৭, ২০২২
আজার বজর ধুরি তুই মুই ঘুরি ফিরি,
জনম লবঙ তল্লোই হিল চাদিগাং জুরি।
সক্কে এলে তুই ধনপুদি মুই এলুঙ রাধামন,
এযান গরি ফিরিবঙ বিজগত জনম জনম।
য়েল ঝারত তারুমোর সেরে সেরে ভঙিবঙ,
ফুরোমোন কেওক্রাডং উধি স্বর্গ আভাহ খেবঙ।
আজার শাওন মাজত ঝরফুদো ওইনেই লামিবঙ,
ঝড় লামি দুব মেঘ ওই আগাজত ভাসিবঙ।
মেঘচাক্কা ওই বোয়েরোর নালে নালে উরিবঙ,
বেলানরে ঢাগিবঙ পল্লাপুল্লি হারা হেলিবঙ।
বেলানে কলে মরে সারি দো সক্কে ইরিদ দিবঙ,
দ্বিজনে সক্কে আমি তল্লোই আদিক্যা গরি লুক দিবঙ।
কন’এক জারহালত হুয়ো ওই লামিবঙ,
বজর বজর হিলচাদিগাঙান হুয়োলই ঢাগিবঙ।
হুয়োনি লামি গেলে মুড়োয় মুড়োয় রোদ ওই ফুদিবঙ,
রাঙা চিক চিক বেলর ছদগে য়েল ঝাড়ানি মাধেবঙ।
পরাণ বলাগুনোরে কেইয়্যে গিরগিরানি জারত্তুন বাজেবঙ,
সলঙ বদলি উম উম গরি মিদেমিদে রোদ পুয়েবঙ।
তুত্যে বোয়েরোর ঝলগাত জারানরে উড়েই নিবঙ,
ফাওনোত কুগিলর মিদে সুরে গীত শোনেবঙ।
রূপ রঙে ঢঙে আমিক্ষণ দ্বিজনে মিঝি থেবঙ,
তম্বায় তম্বায় হিল চাদিগাঙত দ্বিজনে ফিরিবঙ।

Loading