কবি রফিকুল ইসলামের কবিতা

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , এপ্রিল ১২, ২০২১

প্রকৃতি ডাকছে নিভৃতে
রফিকুল ইসলাম

বিধাতার অপূর্ব সৃষ্টি সুজলা
সুফলা শষ্য শ্যামলা,
প্রতিটি গাঁ প্রকৃতির এক অপূর্ব
রঙ্গশালা।

যেথায় যায় দু’চোখ অবারিত
সবুজ মাঠ ফুলে-ফলে ভরা গাছপালা,
বন-বনানী শ্যামল শস্যক্ষেত
অনুপম রুপসুধা পান করা
হৃদয়ে অনুভূতির মালা।

আবার কোথাও প্রকৃতির সবুজ
ঘোমটা ভেদ করা পাকা শস্যের
সোনালী মুখখানা,
কোথাও বিশালদেহ বটবৃক্ষ
প্রান্তর তটে একটু দাঁড়িয়ে পথিক
দুর করে ক্লান্তিখানা।

কোন এক দিগন্তে তালগাছ এক
পায়ে দাঁড়িয়ে আকাশ নিলিমা
ছিনিয়ে আনার চেষ্টা,
এদিকে কাকচক্ষু কালো পানিতে
লাল সাদা শাপলা ও কুমুদ ফুল
মিটাতে চায় তেষ্টা।

বিধাতার এই অপরুপ সৌন্দর্য
বৈচিত্র বিস্তার বাংলা মায়ের কোল,
কিচির মিচির পাখির কোলাহল
যেন বাজে ডামাঢোল।

ভোরের শিশির ভেজা তৃণলতা
আর পূর্বাকাশে রুপালী চাঁদের ভেলা,
আকাশে নীলিমার রঙ্গে রঙ্গিমায়
মিশে আছে রাতের তারা আর
আলো আঁধারের খেলা।

Loading