করোনায় মারা গেলেন আইন মন্ত্রণালয়ের সচিব নরেন দাস নিউজ৭১অনলাইন(ঢাকা) নিউজ৭১অনলাইন(ঢাকা) প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ , জুলাই ২১, ২০২০ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। রেজাউল করিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিব নরেন দাস মারা গিয়েছেন। নরেন দাসের একান্ত সচিব তরফদার মাহমুদ রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যার গত ৫ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার স্ত্রী ও এক কন্যা রয়েছেন। শেষকৃত্যের বিষয়গুলো তারা পারিবারিকভাবে ঠিক করবেন। নরেন দাসের মৃত্যুতে দেশের সর্ব মহল গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। শেয়ার আমরা শোকাহত বিষয়: https://news71online.com/?p=9399&preview=true