সাবেক সংসদ সদস্য পিনু খান আর নেই

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , মার্চ ১৭, ২০২৪

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিনু খান ইন্তেকাল করেছেন।

শনিবার দিবাগত রাত ১টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে রেখে যান।

পিনু খান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুল আলম বাবুর সহধর্মিণী এবং শহীদ বুদ্ধিজীবী ড. বাহাউদ্দিন আহমেদের পুত্রবধূ।

ছাত্র রাজনীতির মাধ্যমে পিনু খানের রাজনীতিতে আসা। তিনি ২০০৩ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি নবম ও দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদেশের প্রখ্যাত একজন নৃত্য শিল্পী হিসেবে তার খ্যাতি আছে। পিনু খান দীর্ঘদিন বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমী (বাফা) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

আগামীকাল সোমবার বাদ জোহর নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

Loading