নেত্রকোণা শহরের রাস্তার পাশে গুরুত্বপূর্ণ জায়গায় ময়লার স্তুপ

মো: ইকবাল হোসেন মো: ইকবাল হোসেন

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , জুলাই ১৮, ২০২০

নেত্রকোণা পৌর শহরের রাস্তার পাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ময়লার স্তুপ।  ময়লা আবর্জনার দূর্গন্ধে অতিষ্ঠ  জনজীবন।

নেত্রকোনা শহরের ব‍্যস্ততম সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেমন মেছুয়া বাজারের সড়ক সংলগ্ন, কুড়পাড় পুলিশ সুপার অফিসের সামনে, কুড়পাড় মসজিদের সামনে, জেলা প্রশাসকের বাস ভবনের বিপরীত দিকে রেজিস্ট্রি অফিসের সামনে, নাগড়া মতিবিড়ি কারকানার বিপরীতে, নাগড়া ফুট ওভারব্রীজের পাশেসহ আরও অনেক জায়গা।

জনগুরুত্বসম্পন্ন সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করেন। আর এই সড়কের উপরেই ময়লা আবর্জনার স্তূপ বিস্মিত জনগন।

 সরেজমিনে দেখা যায়, ময়লা আবজনার এসব বিশাল স্তূপে   উচ্ছিষ্ট খাবার, মাছ, মুগরির নাড়িবুড়ি, নষ্ট সব্জি, বিভিন্ন ধরনের পচাঁ ফল, হোটেল রেস্টুরেন্টের যাবতীয় বর্জ‍্যসহ সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সড়কের ওপর।

স্হানীয় বাসিন্দারা ক্ষোভ জানিয়ে বলেন, এসব ময়লার গন্ধ বাতাসে ভেসে আসে প্রায় এক কিলোমিটার পর্যন্ত। তারা বলেন পৌরসভার উদাসীনতা, অযত্ন ও অবহেলার কারণে এই অবস্থা।

অপরদিকে পৌর কর্তৃপক্ষ জনগণের অসচেতনাকে দায়ী করছেন। পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য অনেক ড্রাম রাখা আছে তারা ময়লা ড্রামে না রেখে খালি জায়গায় ফেলে রাখে।

নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানকে ফোন করলে তিনি তার সত্যতা স্বীকার করেন।

সাধারণ মানুষ  শহরের এই দুর্ভোগ থেকে মুক্তি চান।

Loading