ধামরাইয়ে নিসচার উদ্যোগে মহাসড়কে বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ , মে ১৯, ২০২৩

 

ঢাকার ধামরাইয়ে সড়কে বেপরোয়া ও অতিরিক্ত গতির গাড়ি,গাড়ির কাগজ চেক,হেলমেট এবং রেজিষ্ট্রেশন বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।গত বৃহস্পতিবার ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই উপজেলার বাথুলীতে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা বিশেষ সপ্তাহ পালনে এর ৩য় দিনে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন গোলড়া হাইওয়ে পুলিশ।অভিযানে সাকুরা পরিবহন কে অতিরিক্ত গতির জন্য ৫০০০হাজার টাকা ও ১টি মোটরসাইকেল চালকের লাইসেন্স-হেলমেট না থাকায় ৩০০০ হাজার টাকা এবং ১টি মোটর সাইকেল কাগজ না থাকায় আটক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু, নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া,সহ-সভাপতি মনিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

 

Loading