খালিয়াজুরীতে সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দিলেন ইউএনও

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , মে ২০, ২০২৩

নেত্রকোণার খালিয়াজুরীতে মৃণাল কান্তি দেব নামে জনৈক সাংবাদিককে মামলায় ফাঁসানোর হুমকি দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুয়েল সাংমা।

নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করতে যান গণমাধ্যম কর্মী। ঊর্ধ্বতনের অনুমতির কথা বলে সাত দিনেও ভূক্তভোগীর আবেদন জিডি হিসেবে থানায় নথিভূক্ত করাতে না পারার অভিযোগ উঠেছে ওসি মো. খায়রুল বাশারের বিরুদ্ধে। ভুক্তভোগী মৃণাল কান্তি দেব ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার খালিয়াজুরীর উপজেলা প্রতিনিধি। অন্যদিকে একই উপজেলার নির্বাহী কর্মকর্তা হলেন রুয়েল সাংমা। মৃণাল কান্তির সাথে কথা বলে জানা যায়, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এর গাড়ী চালক নিয়োগে অর্থ লেনদেন এমন অভিযোগ জানতে পারেন। ‘আরটিভি’র জেলা প্রতিনিধি আলীমুল রাজি গজনবী বিপ্লবকে সাথে নিয়ে তথ্য সংগ্রহে চলতি মাসের ১২ তারিখ (শুক্রবার) সন্ধ্যায় চালক মোহাম্মদ লিমনের বাড়িতে যান মৃণাল। ফেরার পথে রাত আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ইউএনও তার অফিসিয়াল মোবাইলে (হোয়াটস অ্যাপস) ‘কোথায় আছেন, হোয়াটস অ্যাপে মেসেজ দেখেন, টাকার বিনিময়ে কোথায় যাচ্ছেন, ষড়যন্ত্র মামলায় ফেঁসে যাবেন’ বলে মৃণালকে হুমকি দেন। পরেরদিন গণমাধ্যমকর্মী ইউএনও’র সাথে সাক্ষাতের সময় চাইলে সময় দিতে পারবেন না বলে সংযোগ কেটে দেন। পরবর্তীতে মৃণাল মোবাইলে কয়েকবার ফোন দেন ইউএনও ফোন ধরেননি। পরে হোয়াটস অ্যাপের মেসেজ বক্সে মৃণাল দেখেন আরটিভির জেলা প্রতিনিধির ভিজিটিং কার্ড। যেটি গাড়ী চালককে দেওয়া হয়েছিল এবং চালকের ঘরের কোন একটি কক্ষের পর্দার আড়াল থেকে তোলা তিনিসহ আরটিভি প্রতিনিধির ছবি। ইংরেজিতে ‘Apni kintu conspiracy te fese jaben..?’ ও ‘ look before you leap…’ এমন দুই বাক্যের মেসেজ দেখতে পান মৃণাল।

শনিবার (১৩ মে) জিডি করার বিষয়ে মোবাইলে ওসিকে জানালে মৃণালকে দেখা করতে বলেন। রবিবার (১৪ মে) দুপুরের দিকে জিডির আবেদন জমা ও হোয়াটস অ্যাপের ক্রিনশর্ট ওসিকে দেখান। ওসি মৃণালকে বলেন এখন নেত্রকোনায় যাচ্ছি। এসপি স্যারেকে অবগত করে ডিউটি অফিসারকে বলে দিবেন জিডি রেকর্ড করতে। এরপর একাধিকবার ফোনে ও থানায় উপস্থিত হয়ে গত রবিবার-শুক্রবার দুপুর পর্যন্ত ছয় দিনেও জিডি রেকর্ড করাতে না পারার দাবী ভূক্তভোগীর। এ ঘটনায় খালিয়াজুরী উপজেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান। এবিষয়ে ওসি মো. খায়রুল বাশার জানান, তাকে (মৃণাল) জেলা প্রশাসকের (ডিসি) কাছে যেতে বলা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি কর্মচারী বিরুদ্ধে জিডি করতে হলে তার কর্তৃপক্ষকে জানাতে হয়। ডিসি মহোদয় বিষয়টা অবগত হয়েছেন ও গণমাধ্যম কর্মীকে যোগাযোগ করতে বলেছেন।

খালিয়াজুরীর ইউএনও রুয়েল সাংমাকে অফিসিয়াল মোবাইলে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

Loading