৪৩ বিজিবি পরিচালনাধীন কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ , মার্চ ২, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ বর্ডার গার্ড রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির অর্থায়নে পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৪২তম ব্যাচের প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুরে রামগড় ব্যাটালিয়নের মহিলা কল্যাণ সমিতির প্রশিক্ষণ রুমে ৪৩ বিজিবির সনদ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী প্রশিক্ষাণার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি। এসময় তিনি ৪২তম প্রশিক্ষণের ৩০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন এবং ৪৩ তম ব্যাচের শুভ উদ্ভোধন করেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল হাফিজুর রহমান বলেন, গত ২০বৎসরে পৃথিবীর সব দেশ এগিয়ে গেছে শুধুমাত্র প্রযুক্তির উন্নয়নের জন্য। সেই ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষক এবং প্রশিক্ষনার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
এসময় রামগড় ৪৩ বিজিবির সহকারি পরিচালক রাজু আহমেদ সহ বিজিবির পদস্থ কর্মকর্তাগন ও কম্পিউটার প্রশিক্ষক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading