চট্টগ্রামে আরও ১০৫ রোগী শনাক্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ , জুলাই ১২, ২০২০ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আখতারসহ চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০৫ জনের। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৪৯০ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে নগরে ৬১ জন এবং উপজেলায় রয়েছেন ৪৪ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, চট্টগ্রামের ৪টি ল্যাবে মোট ৪২৫টি নমুনা পরীক্ষা করে ১০৫ জনের করোনা শনাক্ত করা হয়। তবে চট্টগ্রামে নমুনা পরীক্ষা কমেছে সেই সাথে কমেছে আক্রান্তের সংখ্যা। অপরদিকে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এনিয়ে চট্টগ্রাম করোনা আক্রান্ত হয়ে ২১৬ জন মারা গেলো। শেয়ার চট্টগ্রাম বিষয়: