ময়মনসিংহে আরও ১০ জন করোনায় আক্রান্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ , জুলাই ২, ২০২০ ময়মনসিংহ অফিস : ময়মনসিংহ জেলায় নতুন করে ৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রী রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৮৯ জন। আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ও সদরে ৩৬ জন, ত্রিশালে চারজন, ফুলপুরে চারজন, ঈশ্বরগঞ্জে তিনজন, তারাকান্দায় তিনজন, মুক্তাগাছায় তিনজন, হালুয়াঘাটে তিনজন, ভালুকায় দুইজন ও ফুলবাড়িয়ায় দুইজন রয়েছে। এদিকে গতকাল ৪৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৯১ জন। মারা গেছেন ২১ জন। শেয়ার সারা দেশ বিষয়: