এজেন্টকে কেন্দ্রে ডুকতে না দেওয়া মারধর সহ নানা অভিযোগে তুলে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ , জুন ১৫, ২০২২

ইফতেখাইরুল আলম, নোয়াখালী

নোয়াখালী হাতিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১ নং হরনী ইউনিয়ন পরিষদের ঘোড়া মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান মোরশেদ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে এজেন্টকে কেন্দ্রে ডুকতে না দেওয়া মারধর সহ নানা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলনে করে ভোট বর্জন করেন।এ সময় তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলে বলেন,১ নং হরনী ইউনিয়ন পরিষদের হাতিয়া বাজার কেন্দ্রে নৌকার প্রার্থী ও সমর্থিত নেতা কর্মীদের প্রভাবে প্রভাবিত হয়ে কর্তব্যরত পুলিশ প্রসাশন তার ঘোড়া মার্কা সমর্থিত ভোটার ও এজেন্টকে কোন নির্বাচনীয় কেন্দ্রে ডুকতে দেওয়া হয়নি এবং তার সমর্থিত ৫ নং ওয়ার্ডের মহিলা কর্মী মাষ্টারের স্রী খালেদা (৩০)কে মাথা পাটিয়ে দেওয়া হয়েছে।এ সময় ঘটনা স্থলে নাজমা,তাজুল ইসলাম,হাসান সহ আরও ৩ জন গুরুত্ব আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।তিনি আরও বলেন, সোহেল ও রুবেল নামে দুইজনকে পুলিশ অঙ্গাত স্থানে আটক করে রেখেছেন।এ ছাড়া প্রতিটি কেন্দ্রে আমার কোন এজেন্ট ডুকতে দেওয়া হয়নি।তার সমর্থিত কর্মীদের প্রানে হত্যার হুমকি ধুমকি সহ নানা অভিযোগ তুলে তিনি তামাশার নির্বাচন আখ্যা দিয়ে বেলা সাড়ে ১২ টার দিকে সাংবাদিক সম্মেলনে মাধ্যমে ভোট বর্জন করেন,হাতিয়া উপজেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান মোরশেদ।

Loading