ঈদযাত্রা

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ , এপ্রিল ২৮, ২০২২

মো. আলী আশরাফ মোল্লা

নাড়ির টানে গ্রামের পথে
যাবে সবাই খুব সাবধানে
তাড়াহুড়ো করলে তবে
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে!

বাড়ির পানে নাড়ির টানে
সবাই যখন যাবে একসাথে
চলতিপথে রাস্তাঘাটে লঞ্চ বাস ট্রেনে
বাড়তি চাপ থাকবে সবখানে।

ঈদকে ঘিরে শেকড়ের নীড়ে
যাবে সবাই ব্যস্ততার সাথে
হুই হৈল্লুরে মোবাইল মানিব্যাগ
থাকে যেন খুব নিরাপদে।

চোখ কান খোলা রেখে
রাস্তা পার হবে সর্তকতার সাথে
হাইওয়ে তো কোনভাবেই
ওভারটেক করা যাবে না তবে।

চলার পথে অতিরিক্ত গতি
দুর্ঘটনার ঘটার সম্ভাবনায় বেশি
লাইন লেন সিগন্যাল মেনে চালালে গাড়ি
তবেই নিরাপদে ফিরবে বাড়ি।

ঈদ আনন্দ উদযাপনে
জীবনের ঝুঁকি নিয়ে
অতিরিক্ত যাত্রী হয়ে
কোনবাহনে যাবে না চড়ে।

ঈদ যাত্রা হোক সকলের নিরাপদ
ঈদ আনন্দ হোক সবার স্বাচ্ছন্দময়
গরীব দুঃখী অনাহারী মিলেমিশে
ঈদের আনন্দে আন্দোলিত হবো সবে।

Loading