কক্সবাজারে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ , এপ্রিল ২৩, ২০২২

কক্সবাজার সদরের খুরুশ্কলে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গুলিতে অন্তত ১৫ জন পথচপারী গুলিবিদ্ধ হয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর  মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শুক্রবার দুপুরের দিকে খুরুশ্কল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কুলিয়া পাড়া ফারুকের ও  রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে জুমার নামাজের পর দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে গুলিবর্ষণ করা হয়। এতে  ১৫জন পথচারী গুলিবিদ্ধ হয়।

খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ গুলি বর্ষণ করে। গুলিতে পথচারীরা গুলিবিদ্ধ হয়েছে বলে জেনেছি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জেনেছি। ঘটনা তদন্তের জন্য সন্ধ্যার দিকে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।

Loading