ফের টেকনাফ সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৯, ২০২৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত রাতভর শান্ত থাকলেও সোমবার সকাল থেকে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন স্থানীয়রা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে আধা ঘণ্টা পর পর ১-২টি গুলির শব্দ ভেসে আসছে।

মিয়ানমারের মংডু শহরের আশপাশের এলাকায় জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠির চলমান সংঘাতের কারণে আতংকে নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধ এবং নৌযান চলাচল সীমিত হয়ে পড়েছে।

সংঘাত অব্যাহত থাকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশংকা করছেন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা।

অনুপ্রবেশ মোকাবিলায় সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডসহ আইনশৃংখলারক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, গত এক সপ্তাহের বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত পরিস্থিতি শান্ত বলে জানান স্থানীয়রা।

Loading