রামগড়ে দুটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , এপ্রিল ২২, ২০২২

অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ির রামগড়ে দুটি ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।ইটভাটা দুটি হল মেঘনা ব্রিক্স -২ও জনতা ব্রিক্স।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার দাতারাম পাড়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটের ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম ও রামগড় উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত নেতৃত্ব দেন।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম ও রামগড় উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করছে।এদিকে হাইকোর্টর নির্দেশনা পালন করতে আজকের অভিযান উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। মেঘনা ব্রিকস-২ এর স্বত্তাধিকারী মোঃ রায়হান হাইকোর্টে প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের অভিযান সঠিক উল্লেখ করে বলেন, সুযোগ পেলে ভবিষ্যতে বৈধ ভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যবসা পরিচালনা করব।জনতা ব্রিকস প্রতিনিধি মোঃ ইবনে হাসান ভূঁইয়া বলেন ,আজকের অভিযান পরিচালনায় কোন অভিযোগ নেই উল্লেখ করে বলেন,মহামান্য হাইকোর্টে আবেদন করেছি।অন্যানদের মতো কাগজ পত্র না পাওয়ায় আমার ব্রিকফিল্ডে উচ্ছেদ অভিযান চালানো হয়।এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে যাব।এছাড়াও ইটভাটার কাজে নিয়োজিত শতশত শ্রমিক কাজ হারাবে।উচ্ছেদ অভিযানে রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ও এস আই আল মামুনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা উপস্থিত থেকে সহযোগীতা করেন।
উল্লেখ্য যে, গত ২৫ শে জানুয়ারি হাইকোর্টের দেওয়া এক রায় বাস্তবায়ন করতে অনুমোদোনহীন নয়টি ইটভাটায় ১২ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে ভাটাগুলোতে ইট প্রস্তুত, কাঠ পোড়ানো, শ্রমিক ব্যাবহারসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা ঝুলিয়ে দেয় উপজেলা প্রশাসন।

Loading