তৌহিদুল হক এর সমসাময়িক কবিতা ”কেউ জানে না” নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ , জুন ৪, ২০২০ হঠাৎ এক কালো অদৃশ্য শক্তির দাপটে, উৎপাত সারাবিশ্বে। ঘুম নেই, অস্থিরতা। রাষ্ট্রের বড় বড় কর্মিক ব্যক্তির সকল ক্ষমতা স্থবির।কী হচ্ছে, কোথা দিয়ে বের হচ্ছে অসহনীয় আগুনের উত্তাপ। কেউ জানে না! সব। সকল প্রশাসন, ডাক্তার, পুলিশ, সেনাবাহিনী সবাই ব্যস্ত। ঘরে থাকার আহবান।ঘরে থাকা কী এতই সহজ! মানুষে মানুষে দূরত্ব, সামাজিক আদব মানার অনুরোধ। অসুস্থতা নিয়ে হাসপাতালে রোগীর ফ্যাকাশে মুখ, সুস্থতাবোধের প্রত্যাশা। স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু সবাই ভীত, নিজ জীবনের দাওয়াই। কেউ কাউকে ছুয়ে দেখতে চায় না, মানুষ আজ ভয় পায় মানুষকে। কী অমানবিক! লেখক: কবি ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: https://news71online.com/?p=2393&preview=true