বিষন্ন নিরবতা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ , জুন ১, ২০২০ অনিন্দ্য টিটো ———————— আমি তোমার আকাশ হব গোপন আকাশ! ইচ্ছে হলেই যখন তখন সেই আকাশে পাখির মতন পাখনা মেলে উড়বে তুমি। আমি তোমার নদী হব গোপন নদী! কাটবে সাঁতার নিরবধি হয় যদি হয় ইচ্ছে যদি ভিজিয়ে নেবে দেহ’-ভূমি। ওই আকাশের মেঘগুলোকে নামাব বৃষ্টি করে নদীতে এনে দিতে কামনার তুফান, টইটুম্বুর যৌবন; তারপর একে একে শরীরবৃত্তিয় প্রেমে আবিস্কৃত হবে তোমার দেহের সমস্ত রহস্য ভাঁজ, পালিয়ে বেড়ানো মন। মধ্যবিত্তের ভীরু প্রেমে ‘মেঘে আর ঘুমে ঘুমে আর মেঘে ডুবে গেছে যত তারা’; নিদারুণ সাহসে সেইখানে বইয়ে দিব আনন্দধারা। যে নদী বহু বহুদিন আকাশ দেখেনি যে আকাশ ছোঁয়নি বহু বহুদিন নদী কখনো সর্ন্তপনে! সেই নদীতে ছায়া হয়ে হাঁটবে ওই আকাশ সেই আকাশে ভাসবে নদী, মেঘ’ভেলা হয়ে নিঃশব্দে গোপনে। অনুচরেরা যতই গলা চড়াক আমি তোমার গোপন আকাশ হব হব তোমার প্রেমের গোপন নদী— মর্ম্মোদঘাটন করব তোমার সমস্ত বর্ষার; বৈশাখের রুদ্রতাপের আচমকা দমকা হাওয়ার বিষন্ন নিরবতার। • মে ৩০, ২০২০। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: