চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৫৩ জন

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১১, ২০২০

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৫৩ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৭৫০ জন। এইদিন করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৬টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়।-বাংলানিউজ

এতে চবিতে ১১জন, বিআইটিআইডিতে ১৬জন, চমেক ল্যাবে ১৬জন এবং সিভাসু ল্যাবে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ২জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬২টি নমুনা পরীক্ষা করে ৩জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

Loading