সমস্যা সমাধানে মোটরসাইকেল নিয়ে ছুটে বেড়াচ্ছেন চসিক প্রশাসক সুজন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ , আগস্ট ২৪, ২০২০

চট্টগ্রামের আরাকান সড়ক পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনরে প্রশাসক খোরশেদ আলম সুজন। এই পরিদর্শনের মাধ্যমে নগরীর বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয়ার লক্ষ্যে, নগর সেবা ক্যারাভান নামের একটি কর্মসূচি শুরু করলেন প্রশাসক খোরশেদ আলম সুজন। এতে তিনি নিজেই বাইক চালিয়ে সড়ক পরিদর্শন করেন। এসময় রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত তাৎক্ষনিক ভরাট করেন।

 

আজকের (২৪ আগস্ট) এই কর্মসূচি সম্পর্কে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, সেবা প্রদানকারী বিভিন্ন বিভাগের সমন্বয়ে নগরবাসীকে দ্রুততার সঙ্গে সেবা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচি নেয়া হয়েছে। এই নতুন ক্যারাভন কর্মসূচী চলমান থাকবে।

 

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক, নষ্ট সড়কবাতি, পরিচ্ছন্ন কার্যক্রমসহ যেসব সমস্যার কারণে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয় তা তাৎক্ষণিক সমাধান করা হবে। এসময় স্থানীয় ও পথচারীদের কাছ থেকে সরাসরি তাদের অভিযোগ গ্রহণ করা হবে এবং তাৎক্ষনিক সেই সমস্যার ব্যবস্থা নেয়া হবে।

 

প্রতিদিনকার এই পরিদর্শন কর্মসূচীতে পরিচ্ছন্ন বিভাগের ২৫ সদস্যের একটি টিম থাকবে প্রশাসকের সঙ্গে। এছাড়া বর্জ্য অপসারণ কাজে ব্যবহৃত দুটি গাড়িও থাকবে।

Loading