শিপ্রার ডিভাইস থেকে ব্যক্তিগত তথ্য বাইরে যাওয়ার সুযোগ নেই

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , আগস্ট ১৯, ২০২০

কক্সবাজারের রামু থানার হেফাজত থেকে ল্যাপটপ হার্ডডিস্কসহ শিপ্রার কোনও ডকুমেন্ট খোয়া যাওয়ার সুযোগ নেই। সব কিছু রামু থানায় সংরক্ষিত আছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে গণমাধ্যম কর্মীরা থানায় গিয়ে এ বিষয়ে জানতে চাইলে ওসি আবুল খায়ের এসব কথা বলেন।
ওসি বলেন, অভিযানে যেসব কিছু মালামাল উদ্ধার হয়েছে সেগুলোর জব্দ তালিকা করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। এছাড়াও জব্দকৃত আলামতে অপরাধমূলক কিছু আছে কিনা তা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
শিপ্রা দেবনাথ জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বেশকিছু ছবি-ভিডিও সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সামাজিকভাবে বিপর্যস্ত হন শিপ্রা।
৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়।

Loading