কিশোর উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে তিন কিশোর নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ , আগস্ট ১৩, ২০২০ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর পূর্ব পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও রাসেল হোসেন (১৮)। রাসেল হোসেনের পুরো ঠিকানা এখনও পাওয়া যায়নি। নিহতদের মধ্যে নাঈম হোসেন ধর্ষণ এবং পারভেজ হত্যা মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রে ছিল। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, কিশোর উন্নয়ন কেন্দ্রের লোকেরা তিন দফায় তিনটি লাশ হাসপাতালে নিয়ে আসেন। তবে প্রতিবারই হাসপাতালে লাশ রেখে তারা চলে যান। যশোর পুলিশের ডিএসবির পরিদর্শক (ডিআই-১) এম মশিউর রহমান জানান, আজ বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছে। কী কারণে এবং কখন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের চিকিৎসক অমিয় দাস বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রের একটা গাড়িতে এই কিশোরকে নিয়ে আসেন। তাদেরকে আমি মৃত অবস্থায় পাই। তাদের গায়ে আঘাতের চিহ্ন ছিল। শেয়ার সারা দেশ বিষয়: