বাবার হোটেলের পেছনে ছেলে-মেয়ের লাশ

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ , আগস্ট ১৩, ২০২০

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌরসভার নামাপাড়া গ্রামে এঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- স্থানীয় দরিদ্র হোটেল ব্যবসায়ী ইছাহাক আলীর মেয়ে ইয়াছমিন (৯) ও ছেলে সোয়াদ (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জের নামাপাড়া গ্রামের দরিদ্র মো. ইছাহাক আলীর মেয়ে ইয়াছমিন তার ছোটভাই সোয়াদকে নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বেলা পৌনে তিনটার দিকে বাড়ির কাছেই তাদের বাবার হোটেলের পেছনে ছোট একটি পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়া। পরে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শিশু দুটির বাবা ইছাহাক আলী তাদেরকে শনাক্ত করেন।

খবর পেয়ে বকশীগঞ্জের ইউএনও আ স ম জামশেদ খোন্দকার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম ও বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বকশীগঞ্জের ইউএনও আ স ম জামশেদ খোন্দকার বলেন, মৃত শিশু দুটিকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিলাম। অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। পানিতে ডুবে মাঝে মধ্যেই বকশীগঞ্জে শিশুরা মারা যাচ্ছে। তাই শিশু সন্তানদের দেখাশোনায় অভিভাবকদের সচেতন হতে হবে।

Loading