চলে গেলেন বীরাঙ্গনা রওশন আরা বেগম নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , জুলাই ৩১, ২০২০ চলে গেলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বীরাঙ্গনা রওশন আরা বেগম। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় কাশিয়ানী উপজেলার পশ্চিম মাঝিগাতি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পূর্বে স্থানীয় মাদ্রসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় ছালাম ও জানাজার নামাজ শেষে সন্ধ্যা ৭টায় পশ্চিম মাঝিগাতী গ্রামের গোরস্থানে তাকেঁ দাফন করা হয়েছে। এসময় রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন কাশিয়ানী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এম.এম ওয়াহিদুজ্জামান ও পুলিশের একদল সদস্য। তিনি দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীরঙ্গনা রওশন আরা বেগম ১৯২৩ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। পরে বিয়ে হয় বাড়ির পাশের খেয়াঘাট এলাকার খেয়া মাঝি আইনুদ্দিন হাওলাদারের সঙ্গে। শেয়ার আমরা শোকাহত বিষয়: