রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ , জানুয়ারি ৫, ২০২৪

রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চলাচ্ছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি তাৎক্ষণিক ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, কমলাপুরের গোলাপবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তবে ট্রেনে আগুন লাগা তিন বগিতে কতজন যাত্রী আটকা পড়েছেন তা এখনও বোঝা যাচ্ছে না।

বর্তমানে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব সদস্যরাও যোগ দিয়েছেন।

Loading