শাহ্জালালের থার্ড টার্মিনালের প্রাচীর ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ , এপ্রিল ১৯, ২০২৪

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে একটি বাস ঢুকে পড়লে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিনিয়র সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন।

শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি ইয়াসির আরাফাত খান।
তিনি জানান সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের (টিনের তৈরি অস্থায়ী) নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহনের বাসের নিচে চলে যায়। গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বাসটি জব্দ করা গেলেও চালক, হেলপার পালিয়েছে।

Loading