নোয়াখালী পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ আবদুল হাকীম শিক্ষাবৃত্তি-২০২৩ ইং অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২৩

ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোটার পুলিশ কেজি স্কুল এন্ড কলেজে ১৫ই ডিসেম্বর(শুক্রবার)সকালে শহীদ পুলিশ সুপার আবদুল হাকীম শিক্ষাবৃত্তি-২০২৩ এর বৃত্তি প্রদাণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ কেজি স্কুল এন্ড কলেজের সভাপতি ও নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম(বার) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ কো-অর্ডিনেটর,পুনাক,সভানেত্রী সীমা পারভীন নিশি,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোর্তাহীন বিল্লাহ,ট্রাপিক বিভাগের টিআই(প্রশাসন)মো.সিরাজ-উদ-দৌল্লা প্রমুখ। এতে অংশ নেন নোয়াখালী সহ বিভিন্ন থানার প্রায় ৩ শত জন পুলিশ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যে বলেন,১৯৭১ইং সালে শহীদ পুলিশ সুপার আবদুল হাকীম এর ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে যুদ্ধ চলাকালীন সময়ে তিনি নোয়াখালী জেলা পুলিশের অস্ত্রাগার হতে মুক্তিযোদ্ধাদের অস্ত্র বিলিয়ে দিয়েছিলেন। ১৯৭১ইং সালের ৬ মে কিংবা ৭ তারিখ পুলিশ সুপার আবদুল হাকীমকে পাক হানাদাররা কুমিল্লা ক্যান্টনমেন্টে তুলে নিয়ে পরিবার সহ তাকেই হত্যা করা হয়েছিল। কৃর্তিমান এ পুলিশ সুপার আবদুল হাকীম স্যারের স্মৃতি রক্ষার্থে আজকের এ শিক্ষাবৃত্তি বর্তমান পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল ইসলাম পিপিএম(বার) মহোদয় চালু করে এবং মেধা ও মনন বিকাশে এ শিক্ষা বৃত্তি অনন্য ভূমিকা রাখবে বলে তিনি তিনি মনে প্রানে বিশ্বাস করেন।

Loading