খাগড়াছড়ির রামগড়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ , ডিসেম্বর ১৪, ২০২৩

খাগড়াছড়ির  রামগড় উপজেলায় শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় থানা অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস, মুক্তিযুদ্ধ চলাকালীণ সময়ের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান।
এসময় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ, বীর মুক্তিযোদ্ধা মো: কামাল, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমানসহ প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী -বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Loading