পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও কম্বল বিতরণ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ , ডিসেম্বর ২, ২০২৩

বান্দরবান প্রতিনিধি:- পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি আজ। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বান্দরবানে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও কম্বল বিতরণ এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে শান্তিচুক্তি’র ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং বান্দরবান রিজিয়নের আয়োজনে একটি সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজার মাঠে এসে শেষ হয়। সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রায় বাঙালি ও ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। পরে রাজার মাঠে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তির এক আলোচনা সভার আয়োজন করা হয়। পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তংঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি, পিএইচডি। আরো উপস্থিত ছিলেনজেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রায়হান কাজেমী, জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, পৌরসভার মেয়র সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সিংয়ং ম্রো, ক্যসা প্রু মার্মা মোজাম্মেল হক বাহাদুর, জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মার্মাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, এরইমধ্যে চুক্তির বেশির ভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা, শিক্ষার হার বৃদ্ধিসহ পাহাড়িদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এদিকে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে রাজার মাঠে সরকারি-বেসরকারি অফিসের স্টল প্রদর্শনী ও সিভিল সার্জন, বান্দরবান রিজিয়ন, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স, পরিবার পরিকল্পনা এবং রেড ক্রিসেন্টের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। আলোচনা সভা শেষে অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অন্যদিকে হ্যান্ডবল, ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান রিজিয়ন।

Loading