সাভারে খেলার মাঠ পুনরুদ্ধার এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ , অক্টোবর ২৬, ২০২৩

সাভারে খেলার মাঠ পুনরুদ্ধার এর জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬শে অক্টোবর বৃহস্পতিবার সকালে বনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেরাইদ গ্রামে এ মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন থেকে স্থানীয় এলাকাবাসী জানান বনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেরাইদ গ্রামের একমাত্র খেলার মাঠটি (সরকারি ডিপি জমিতে) স্থানীয় ভূমিদস্যু সাহেরা খাতুন গং কর্তৃক দখল করে প্রশাসনকে ভুল বুঝিয়ে লীজ এনে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে খেলার মাঠটি পুকুরে পরিনত করেছিল। বর্তমানে অত্র এলাকার জনসাধারণ উক্ত খেলার মাঠটি আবারো খেলার উপযোগী করে নিয়মিত খেলাধুলা করে আসছে। কিন্তু স্থানীয় ভূমিদস্যু সাহেরা খাতুন গং কর্তৃক আবারো খেলার মাঠটি দখল করার হুমকি দিচ্ছে। স্থানীয় এলাকাবাসী খেলার মাঠটিতে যাতে নিয়মিত খেলাধূলা করতে পারে এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মো: সাইফুল ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান খেলার মাঠের স্থায়ীরূপ দিতে ভিপি জমিটি বেরাইদ স্পোর্টিং ক্লাবের অনুকূলে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য ডা. মো. এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় মহোদয় সাভার উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব এই খেলার মাঠ পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন।

Loading