সাভারে দাফনের ২২ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ , অক্টোবর ৮, ২০২৩

পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সাভারে দাফনের ২২ দিন পরে ময়না তদন্তের জন্য কবর থেকে এক ব্যবসায়ীর মরদেহ উত্তোলন করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশনের ঘাসমহল এলাকায় দাফনকৃত জামাল গোলদার এর মরদেহ উত্তোলন করা হয়।

দাফনকৃত জামাল গোলদার সাভারের রাজাশন এলাকার মৃত ফরিদ আহমেদ গোলদারের ছেলে। তিনি ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

মরদেহ উত্তোলন করার সময় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুর উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাভার মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সাভারের রাজাশনের কাইজারটেক এলাকার ফোরকান হাকিম নামের এক ব্যক্তির বাড়ি থেকে জামাল গোলদার নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় ফোরকান হাকিম নিহতের পরিবারের সদস্যদের বোঝতে সক্ষম হন যে জামাল গোলদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে নিহতের পরিবারসহ ফোরকান নিহতের মরদেহ দাফন সম্পন্ন করেন। এর পর থেকেই ফোরকান বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পরিবারের সকলকে নিয়ে পালিয়ে যায়। এতে করে এলাকাবাসীসহ নিহতের পরিবারের সন্দেহ হয়।

পরবর্তীতে ফোরকানের বিরুদ্ধে দাফনকৃত ব্যবসায়ীকে নেশা দ্রব্য খাইয়ে হত্যার অভিযোগ উঠে এবং নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ (রোববার) নিহতের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Loading