রামগড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , অক্টোবর ২৫, ২০২৩

খাগড়াছড়ি জেলার রামগড়ে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত আসন্ন প্রবারণা পূর্ণিমা ২০২৩ উদযাপন উপলক্ষে অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মমতা আফরিন এর সভাপতিত্বে অনুদান প্রদান করা হয়।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম, স্থানীয় সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুসহ উপজেলার ৫৩টি বৌদ্ধ মন্দির থেকে আসা কমিটির সভাপতি ও সম্পাদকগন উপস্থিত ছিলেন।

ইউএনও মমতা আফরিন এ প্রতিনিধিকে জানান, জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত রামগড় উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৫৩টি বৌদ্ধ বিহারে ৫শত কেজি (চাল) উপ- বরাদ্ধ ডিও বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামগড় উপজেলা ৫৩টি বৌদ্ধ মন্দিরে ৫শত কেজি করে দুর্যোগ ব্যবস্থাপনা এর অনুকূলে সর্বমোট ২৬.৫০০ (সাড়ে ছাব্বিশ) মে: টন চালের ডিও বিতরণ করা হয়।

Loading