নোয়াখালী প্রেসক্লাবে দীর্ঘ ৫১ বছর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের শুভ উদ্ভোদন

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ , অক্টোবর ১৪, ২০২৩

ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবে দীর্ঘ ৫১ বছর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। প্রেসক্লাবের মূল ভবনে বঙ্গবন্ধুর নিজ হাতে লাগানো ভিত্তি প্রস্তরের পাশে নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এ প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন। এ সময় জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম বিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু সহ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্যগণ এবং জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর পরই অতিথিদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Loading