খালেদার বিদেশ যেতে উপায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ , অক্টোবর ৪, ২০২৩

আইনে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ নেই বলে পুনরায় জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, একটি উপায় আছে সেটি হল রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। এক্ষেত্রে তাকে দোষ স্বীকার করতে হবে।

বুধবার সকালে আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ক্ষমতা প্রয়োগ করে খালেদা জিয়াকে হাসপাতালে ও বাসায় চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। শেখ হাসিনা তার মহানুভবতা দেখিয়ে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছেন। আর কত মহানুভবতা দেখাতে হবে?

পাশাপাশি আইন নিয়ে অপব্যাখ্যা না দিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা কোন রাজনৈতিক সিদ্ধান্ত নয়। পুরো বিষয়টি আইনি। ওয়ান ইলেভেনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন মেনেই বিদেশে গিয়েছেন। শেখ হাসিনার তখন বিদেশ যাওয়া সম্পর্কে অনেক মিথ্যাচার করেছেন মির্জা ফখরুল।

আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে একটি উপায় আছে, সেটি হল রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। তবে এক্ষেত্রে তাকে দোষ স্বীকার করতে হবে। আর যে কেউ সাজা মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন।

Loading