নোয়াখালী প্রেসক্লাবের স্থগিত নির্বাচনের মামলা হাইকোর্টে খারিজ!সহাসয় নির্বাচন প্রস্তুতি

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৯, ২০২৩

ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন নিয়ে ভূয়া সভাপতি সেজে কথিত আইনজীবীর দায়েরকৃত মামলাটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।১৮ ই সেপ্টেম্বর ২০২৩ইং হাইকোর্টের বিচারপতি এসএম মনিরুজ্জামান ও বিচারপতি কাজী ইবাদত হোসেন এর অবকাশকালীন বেঞ্চ নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন সংক্রান্ত মামলাটি সম্পূর্ণ খারিজের আদেশ প্রদান করেছেন।এ সময় আদালত একেই আদেশে নির্বাচন স্থগিত সংক্রান্ত আদেশটিও খারিজ করে দেন। নোয়াখালী প্রেসক্লাবের নিয়োজিত আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন,আদালত মামলা টি খারিজ করে দিয়েছেন।এখন আর নোয়াখালী প্রেসক্লাবের স্থগিত নির্বাচন সম্পূর্ণ করতে কোন বাধা নেই।আদালতে এ রায়ের এর আনন্দগন পরিবেশে গতকাল সোমবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে উক্ত ক্লাবের সন্মানিত সদস্যরা মিলিত হন।এতে উপস্থিতি সদস্যদের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের নির্বাচন অতিদ্রুত সম্পূর্ণ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে নোয়াখালী জেলা প্রশাসককে আগামী এক সাপ্তাহের মধ্যে নোয়াখালী প্রেসক্লাবের স্থগিত নির্বাচন সম্পূর্ণ করার অনুরোধের সিদ্ধান্ত নেওয়া হয়।প্রেসক্লাবের সদস্যবৃন্দের পক্ষ থেকে আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ-প্রার্থী আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার,সাবেক সভাপতি মো.আলমগীর ইউসুফ,সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী,শাহ এমরান মো.সুজন,জামাল হোসেন বিষাদ,নাসির উদ্দিন বাদল প্রমুখ।

Loading