আনন্দময়ীর কোলে – ইন্দু বিভা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৫, ২০২৩ শরৎ লক্ষ্মীর আলতো বোলে চারটি চোখের চাওয়া উন্মনা মন সবুজ ঘাসে ভৈরবী দোল খাওয়া— অধর কাঁপা ফিক হাসিতে লজ্জাবতীর সাজ কাশের আড়ে চুপিসারে তুমিই মহারাজ! মহালয়ার শঙ্খনিনাদ পাড়ায় পাড়ায় খুশি ঢ্যাম কুড়াকুড় ঢোলের বোল শৈশবকেই খুঁজি। দশোহরার সিঁদুর খেলায় উলুধ্বনির রেশ দুজন মিলে ইমন ভাইরো খুনসুটি ইমেজ। রক্ত গাঙে নাচন লাগে কাব্যকথার ভিড়ে আকাশনীলের শুভ্র কাঁপন শারদ পুঁথির সুরে ঐ সুদূরে সন্ধ্যা নামে অস্ত রাগের বাঁশি- জোছনা ধোয়া মাতাল স্মৃতির অবোধ নরম হাসি ১৫/০৯/২০২৩ শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: