মানবিক মানুষ গড়ার প্রত্যয়দীপ্ত সংগঠন শুভজন এর দ্বাদশ বর্ষে পদার্পণে প্রীতি সম্মিলন

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১১, ২০২৩

বাংলাদেশের শুদ্ধ ধারার সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে ‘শুভজন’ অন্যতম। গুণী এবং প্রকৃত মানবিক মানুষদের শ্রদ্ধা জানানো পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতাসহ নানাবিধ গুণাবলী ছড়িয়ে দিতে মানুষ গড়ার কারিগড় হিসেবে নিরলসভাবে কাজ করছে ‘শুভজন’ । ঢাকার শিল্প সাহিত্য অঙ্গনে অত্যন্ত পরিচিত এই সংগঠনটি অতি সম্প্রতি এক যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে এ অমানবিকতা, হিংসা-বিদ্বেষ ও হানাহানি দূর করে নতুন যুগের স্বপ্ন নিয়ে সংগঠনটির দ্বাদশতম জন্মদিনে এক আনন্দঘন মেলবন্ধনে মিলিত হন শুদ্ধ ধারার শিল্প সংস্কৃতি কর্মীরা। গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুভজন পদার্পণ করে প্রতিষ্ঠার ১২ তম বর্ষে। এ উপলক্ষে রাজধানীর ইন্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে এক প্রীতিসম্মিলন ও আনন্দ আড্ডার আয়োজন করা হয়। ‘মানবিক মানুষ চাই’ এ শুভ প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ শুভজনের এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজন উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক এবং আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়েজ আহাম্মদ, বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার ডিআইজি (রাজনৈতিক) কবি নাফিউল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার এবং শুভজনের সাংগঠনিক উপদেষ্টা গীতিকবি এম আর মনজু প্রমূখ। শুভজনের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের সঞ্চালনায় এবং শুভজনের সিনিয়র সহ-সভাপতি কবি হিরন্ময় আজাদের সভাপতিত্ব জন্মদিনের কেক কাটা, আনন্দ আড্ডা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। আয়োজনের শুরুতে দেশবরেণ্য সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শুভজন পদকপ্রাপ্ত গুণীজন কামাল লোহানী এবং শুভজন পদকপ্রাপ্ত কবি কাজী রোজীসহ দেশের শিল্প-সাহিত্য অঙনের বেশ কয়েকজন বিশিষ্টজনের মৃত্যুতে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। এরপর অতিথিরা তাঁদের আলোচনায় বলেন – বিভিন্ন দূর্যোগে ও দূর্দশায় আর্ত মানবতার পাশে যাঁরা সবসময়ই থাকেন তাঁরা প্রত্যেকেই শুভজন। যাঁরা অন্ধকারে পথ দেখিয়ে আলোর পথে নিয়ে যায় তাঁরাই শুভজন। যাঁরা সবসময়ই দেশ ও দশের সেবায় নিয়োজিত তাঁরা শুভজন। আজকে সেইসব শুভ মানুষদের সংগঠন শুভজনের দীর্ঘ এগারো বছরের সফল পথচলায় আমাদের প্রত্যাশা রইলো শুভজন বেঁচে থাকুক শত সহস্র বছর। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন শুভজনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন চৌধুরী জসীম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি সংগীতশিল্পী অঞ্জলি রায় চৌধুরী।

Loading