আশুলিয়ার দোসাইদে আগুনে পুড়ে ছাই হলো গ্যাস লাইটার ফ্যাক্টরী

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১২, ২০২২

আশুলিয়ার দোসাইদ এলাকায় অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে রাজিবুল ইসলাম নামের এক উদ্যোক্তার স্মার্ট গ্যাস লাইটার কোম্পানি লিঃ নামক ফ্যাক্টরী ।
১২ সেপ্টেম্বর সোমবার বিকাল আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় এসময় ঐ কারখানায় প্রায় ৩৫ জন শ্রমিক কাজ করছিল। শ্রমিকরা গ্যাস লাইটার বানানোর সময় বিস্ফোরণে আগুন লেগে যায়। এসময় শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বেরিয়ে পড়ায় তাদের কেহ আহত হয়নি । কারখানা থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায় । প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ফ্যাক্টরীর মেশিন ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভে যাওয়ার বিষয়ে নিশ্চিত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০/২৫ লক্ষ টাকা হতে পারে ।
আরো বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে

Loading