ভালো কাজের আশায় ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি যুবক জেলখেটে দেশে ফেরত

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১, ২০২৩

ভালো কাজের আশায় সীমান্ত পথে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি যুবক বিভিন্ন মেয়াদে জেলখেটে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা যুবকরা হলেন, পিরোজপুরের হেলাল (২২), জামালপুরের আজাদ মিয়া (২৩), রাজশাহীর মাহফুজ হোসেন (২৪), পাবনার মনোয়ার হোসেন (৩৯), নোয়াখালীর মুজাহীদুর রহমান (২৪), নেত্রকোনার আনোয়ার হোসেন (২৭), পিরোজপুরের আমিনুল ইসলাম (৩৯) ও একই এলাকার ফয়জুল ইসলাম (৪৩)।

ফেরত আসা যুবকেরা জানান, দুই থেকে আড়াই বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে তারা দেশের বিভিন্ন সীমান্তের অবৈধ পথে ভারতের তামিলনাড়– প্রদেশে যায়। পরে দালাল চক্র তাদের কাজ না দিয়ে ফেলে চলে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তামিলনাড়– পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল দিয়ে কারাগারে পাঠায়। পরে দু‘দেশের পররাস্ট্র মন্ত্রনালয়ের যোগাযোগের মাধ্যমে আজ বৃহস্পতিবার বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরে এসেছি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরত আসা যুবকদের আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার কার্যক্রম শেষে নিজ জিম্মায় ফিরে যাবেন বলে ওসি জানান।

Loading