৪৩ বিজিবির অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় কাপড় আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , আগস্ট ২১, ২০২৩

খাগড়াছড়ি জেলার রামগড়ের ৪৩ বিজিবি বিভিন্ন প্রকার মূল্যবান ভারতীয় কাপড় আটক করেছে।
২১ আগস্ট ২০২৩ তারিখ আনুমানিক ৪ টায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত পিলাকছড়ায় গোপন সংবাদের ভিত্তিতে টহল কার্যক্রম পরিচালনা করার সময় ০৭ জন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি তাদেরকে ধাওয়া করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাথার বস্তা ঘটনাস্থলে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি বস্তাগুলো হইতে উন্নতমানের ভারতীয় থ্রী পিস ২২৮ পিস, ভারতীয় লেহেঙ্গা ২৭ পিস এবং ভারতীয় শেরওয়ানী ০২পিস আটক করতে সক্ষম হয়।আটককৃত কাপড় সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন বলে বিজিবি জানান।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। এসব কর্মকান্ড দমনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

Loading