কুবি শাখা ছাত্রলীগের সাবেকদের নিন্দা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের বক্তব্য ‘বিকৃত’ করে ‘কথিত সংবাদের মাধ্যমে অপপ্রচার’ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক নেতাকর্মীরা।

বুধবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আল-আমিন অর্ণব ও সৈয়দ শাহরিয়ার মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন মার্কেটিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে নবীণ শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং ও কগনিটিভ স্কিল উন্নয়নের জন্য যে মূল্যবান উপদেশ দিয়েছেন তা ইকবাল মনোয়ার নামের একজন শিক্ষার্থী বিকৃতির আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দুনীর্তি হচ্ছে তাই দেশ এগিয়ে যাচ্ছে’ এমন শিরোনাম দিয়ে অপপ্রচার চালিয়েছে।’

তারা আরো বলেন, ‘ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কার করার কারণ জানতে চেয়ে ছাত্রদল বিবৃতি দিয়েছে। কুমিল্লা গণঅধিকার পরিষদের সদস্য-সচিব গিয়াস হৃদয় ইকবাল মনোয়ারের বহিষ্কার প্রত্যাহার চেয়ে কুবির গ্রুপে প্রতিবাদ জানিয়েছে। আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে যে ৩৩ জন নাগরিক প্রতিবাদ জানিয়েছে তারা বেশিরভাগই টেলিভিশন টকশোতে সরকারবিরোধী বক্তব্য দেন। এতে বুঝা যায় ইকবাল মনোয়ার একটি নির্দিষ্ট পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছে।’

বিজ্ঞপ্তিতে সাবেক নেতারা বলেন, ‘আমরা জানি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন স্যার অস্ট্রেলিয়ায় শিক্ষকতা ছেড়ে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তিনি কুবিকে বিশ্ব দরবারে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

Loading