পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , আগস্ট ১৬, ২০২৩

পাইকগাছার কপিলমুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম  শাহাদাত বার্ষিকী ও শোক সভা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে কপিলমুনি মেহেরন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে ১৫ আগস্ট সকাল ১০ টায়া এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা।  বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সহকারি প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, আওয়ামী লীগ নেতা গৌতম সাহা, গুনিজন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল ও সমাজের আলোর সাংবাদিক পলাশ কর্মকার, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দৈনিক ভোরের ডাকের সাংবাদিক মিলন দাশ, দৈনিক দেশ সংযোগের সাংবাদিক এস কে আলিম, শিক্ষিকা বন্দনা রানী মজুমদার বিশ্বজিৎ দে, নাজমুল হক আমেনা খাতুন। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন অপরাজিতা সুচি,  সেজুতি, বর্ষা আক্তার তন্বী, তরিণী তারান্নুম, সুজানা আহমেদ তোহা, শ্রেয়া কবীর,  জান্নাতুল মাওয়া, নন্দিতা মল্লিক, চন্দ্রমল্লিকা সাহা, শেখ নেহা, আনিকা কর্মকার প্রাপ্তি,  পায়েল দাশ, সাদিয়া প্রমুখ।

Loading