খুলনায় অনির্দিষ্টকালের ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২৩

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দোকানে ওষুধ কেনাকে কেন্দ্র করে মেডিকেল শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘাতের ঘটনায় দোষীদের গ্রেফতার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ইন্টার্নি চিকিৎসক পরিষদ।

সোমবার রাত ৮টার দিকে ওই সংঘাতের ঘটনায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা যায়, খুলনা মেডিকেলের ২ শিক্ষার্থী ওষুধ কিনে ওই ব্যবসায়ীকে ১০ শতাংশ কমিশন দিতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অন্য ব্যবসায়ীরা জড়ো হয়ে দুই শিক্ষার্থীকে মারধর করেন।
এ সময় ব্যবসায়ীদের ওপর হামলা, দোকানপাট ভাঙচুর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে ধর্মঘট ডাকে ইন্টার্নি চিকিৎসা পরিষদ।

Loading