সেনবাগ উপজেলা ভূমি অফিসের পুকুরে ভেসে উঠলো যবুকের লাশ

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২৩

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলা ভূমি অফিসের পুকুর থেকে আসকার ইকবাল আজগর (২৮) নামে এক যুবকের লাশ সোমবার বিকেলে ভেসে উঠে। সেনবাগ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। উদ্ধার কৃত লাশ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দ: গোরকাটা গ্রামের জিতু মিয়ার বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলের বলে জানা গেছে। নিহতের চাচাতো ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ আলম মিলন আজগরের মায়ের বরাত দিয়ে জানান, গতকাল দুপুরে খাবার খেয়ে আজগর ঘর থেকে বেরিয়ে যায়,এরপর তার কোন খবর পাওয়া যায়নি। এছাড়া আজগর কবিতা লিখতেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও তার বাড়ির ও আশপাশের লোকজন জানান। পুলিশ, ভূমি অফিসের লোকজন ও উপস্থিত লোকজন সূত্রে জানা যায় সোমবার বিকেলে হঠাৎ পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে বাজারে অবস্থান করা লোকজন এসে লাশটি দেখতে ভিড় জমান। মুহুর্তে ফেইসবুকে লাশের ছবি প্রকাশ করা হলে তা দেখে তার বাড়ির এবং এলাকার লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করেন। খবর পেয়ে সেনবাগ থানার ওসি (তদন্ত) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি বলেন রবিবার দিবাগত রাতের কোন এক সময়ে হাত-পা ধোয়ার সময়ে অসাবধানতায় ওই যুবক পুকুরের পানিতে পড়ে ডুবে যায় বলে আমরা ধারন করছি এবং সে সাঁতার যানতোনা এর পরেও পুলিশ বিষয়টি তদন্ত করছে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, ভূমি অফিসের এরিয়ার ভিতরের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে,এবং লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে।ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Loading