নদীর পানিতে ভেসে আসছে কুমির, ঢুকে পড়ছে ঘরে!

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ , জুলাই ১৮, ২০২৩

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যার পানিতে নাজেহাল উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের বাসিন্দারা। এর মধ্যে গঙ্গা উপচে লোকালয়ে কুমির চলে আসায় সবাই দুশ্চিন্তায় পড়েছেন। ইতোমধ্যেই শহর থেকে একাধিক কুমির ধরেছে বন দপ্তর। নদীতে পানি না কমলে কিভাবে এ সমস্যার সমাধান হবে বুঝতে পারছেন না সাধারণ মানুষ।

হরিদ্বারের বিভাগীয় বন কর্মকর্তা নীরজ বর্মা বলেন, টানা বৃষ্টিতে নদী উপচে পানি পড়ছে। এতে কুমির সাঁতরে মানুষের বাসস্থানের কাছাকাছি চলে আসছে। গত ১৫ দিনে আমরা অন্তত ১০টি কুমির ধরেছি বিভিন্ন জায়গা থেকে। অনেক ক্ষেত্রে কুমির বাড়ির ভেতরেও ঢুকে পড়েছিল।

হরিদ্বারের লাকসর, খানপুর ও রুরকি এলাকায় অনেক কুমির ঘোরাফেরা করতে দেখা গেছে। এতে আতঙ্কিত সাধারণ মানুষ।

খানপুর গ্রামের বাসিন্দা নরেশ কুমার বলেন, ১৫ জুলাই সোলানি নদীর পানি বৃদ্ধির ফলে একটি কুমির গ্রামের হরিজন বস্তির এক বাড়িতে ঢুকে পড়ে। বন দপ্তর গিয়ে কুমিরটি নিয়ে যায়।

খেরি মুবারকপুর এলাকার বাসিন্দা অজিত মাভি বলেন, ১৪ জুলাই রাতে আমার বাড়ির খুব কাছে একটি ১০ ফুটের কুমির দেখতে পাই। পরদিন কুমিরটিকে ফাঁদে ফেলে ধরা হয়।

হরিদ্বারের রেঞ্জ অফিসার দীনেশ নাউদিয়াল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা একটি ২০ সদস্যের ‘র্যাপিড রেসপন্স টিম’ গঠন করেছি।

Loading