কোতোয়ালি থানা চট্টগ্রাম

বড় বিপদ থেকে বাঁচল চট্টগ্রাম!

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ , মে ২৬, ২০২০

ডিউটি শেষে বাসায় ফিরছিলেন এস আই সজল ও তারেক। রাস্তায় এক লোককে দেখে থমকে দাঁড়ান তারা। লোকটাকে খুব চেনা চেনা লাগছিল তাদের। হঠাৎই তাদের একজন বলে উঠলো,!’এটাতো করোনা রোগী! জেনারেল হাসপাতালে ছিল! কিন্তু এখানে কেন?’ সাথে সাথেই এম্বুল্যান্স ডেকে বিভিন্ন কৌশলে প্রায় এক ঘণ্টা চেষ্টায় তাকে ফের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু যদি তাকে সজলরা না দেখত? না থামত? কিংবা উদ্ধার না করত? এই রোগী হাঁটতো, ঘুরতো, ফিরতো….., এরপর ভাবলেই গা শিউরে উঠে। বড় বিপদ থেকে বাঁচল চট্টগ্রাম! চট্টগ্রামবাসীকে বড় ধরনের ‘বিপদ’ থেকেই রক্ষা করেছে এস আই সজল, সুকান্ত, তারেক ও এ এস আই মাহাবুব। অভিনন্দন তোমাদের।
মোহাম্মাদ মহসিন পিপিএম(ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানা চট্টগ্রাম)

Loading