চিরিরবন্দরে নারী ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ , মে ২, ২০২৩

দিনাজপুরের চিরিরবন্দরে জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় ও অপরাধ সংঘঠিত অসাদচারণের কারনে নারী ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

রোববার( ৩০ এপ্রিল ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে, চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য শ্রীমতি উষা রাণী রায়কে সাময়িক বরখাস্ত করা হয়। তার সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা (৩৪)৪ অনুযায়ী তাকে ইউপি সদস্য পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এর আগে তার বিরুদ্ধে গত ৫ ফ্রেরুয়ারী চেয়ারম্যান কার্যালয়ে মাসিক সভায় মার্তৃত্বকালীন ভাতা বিষয়ক আলোচনা সভায় ইউপি সদস্য লোকনাথ রায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পরে ওই নারী সদস্য। তর্কে অকথ্য ভাষায় গালি গালাজের এক পর্যায়ে সাবার উপস্থিতিতে ইউপি সদস্য উষা রাণী রায় চেয়ার থেকে উঠে এসে ইউপি সদস্য লোকনাথ রায়ের গলা চেপে ধরে শ্বাস রোধ করে ধরে। পরে অন্যন্য ইউপি সদস্যগণ দুজনকে ধরে সরিয়ে দিয়ে তাকে উদ্ধার করে। এতে মাসিক মিটিংএ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ ঘটনার পরে ভিয়াইল ইউপি পরিষদে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে গত ৯ ফ্রেরুয়ারী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ্ সহ ১১ জন ইউপি সদস্য স্বাক্ষরিত একটি আবেদন পত্রে চেয়ারম্যানের মারফতে তার প্রতি অসৎ আচরনের অভিযোগ এনে তাকে বরখাস্তের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন।

Loading