রামগড়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু উদযাপন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ , এপ্রিল ১২, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ের সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা উপজাতি সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী বৈসু উৎসব উদযাপন করেছে। ১২ই এপ্রিল বুধবার সকাল দশটায় পুরাতন বর্ষ কে বিদায় ও নতুন বর্ষকে স্বাগত জানিয়ে শান্তির পায়রা ও বেলুন উড়ানো শেষে উপজেলার ত্রিপুরা সম্প্রদায় বর্নাঢ্য শোভা যাত্রা বের করে।
রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের উপস্থিতিতে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য” বিজয় ভাস্কর্য ” থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি রামগড় পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে আবার বিজয় ভাস্কর্যে এসে শেষ হয়। উপজেলার প্রত্যান্ত এলাকা থেকে ত্রিপুরা উপজাতীয় সম্প্রদায়ের নর নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
শোভাযাত্রা শেষে ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসবকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিমুদ্দিন,রামগড় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মানস চন্দ্র দাশ প্রমুখ।
বক্তব্য শেষে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য ও ত্রিপুরা শিল্পীদের বিশেষ নিত্য পরিবেশিত হয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ রামগড় উপজেলার সভাপতি হরি সাধন বৈষ্ণব সুষ্ট ও সুন্দরভাবে ঐতিহ্যবাহী উৎসবটি সম্পন্ন হওয়ায় প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় হেডম্যান কারবারি, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading