রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান,৫০০০০ টাকা জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ , মার্চ ১১, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ভাবে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তি কে ৫০০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার ১১ই মার্চ বিকাল সাড়ে চারটায় রামগড় পৌর শহরের বৈদ্যটিলা এলাকায় অবৈধ ভাবে পাহাড় কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ ১৯৯৫ অনুযায়ী আইন ভঙ্গকারী মোঃ আবুল কালাম কে ৫০০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, উপজেলায় যে কোন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান থাকবে।

Loading